সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ইংরেজি প্রথমপত্র

জেএসসি পড়াশোনা

মো. শফিকুল ইসলাম

জেএসসি পড়াশোনা

(গত সংখ্যার পর)         Vocabulary [শব্দভান্ডার]

All (n)- সকলে, the whole number of; Lounge (n)- বসার ঘর, sitting rorm; luggage (n) বোঝা, ব্যাগ, baggage, bags; Carry (v)- বহন করা, convey, transfer; Small (adj)- ছোট, little; Problem (n)- সমস্যা, difficulty; Security (n)- নিরাপত্তা, Sefety, Protection; Check (v)- তালাম করা, খোঁজা, পরীক্ষা করা, বীধসরহ, inspect; Reason (n)- কারণ, Enclose (v)- আবদ্ধ করা, Surround; Formality (n) প্রক্রিয়া, পদ্ধতি, decourum; Area (n)- এলাকা, Place.

অনুবাদ : মিতা, জারা, জনাব এবং বেগম ইসলাম সবাই বিশ্রামাগারে বসে আছে। তাদের সবার সাথেই হাত ব্যাগ আছে। জনাব ইসলাম জিজ্ঞাসা করলেন, ‘মিতা, জারা, তোমরা দুইজন কি কোন তরল, লোশন, জেল বা ক্রীম জাতীয় পদার্থ তোমাদের ব্যাগে এনেছ? ‘আমার ছোট একটা লিপ জেল আছে এতে। কেন চাচা?’ বেশ এটা যদি খুব ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি ১০০ মি.মি. এর বেশি হয় তাহলে এটা চেক-ইন ল্যাগেজে রাখতে হবে। যদি হাতে বহন করা ব্যাগে নেওয়ার অনুমতি নেই। নিরাপত্তাজনিত কারণে ব্যাগেজ  নিরীক্ষণ কর্মকর্তাগণ এটা বাজেয়াপ্ত করবে এবং ছুড়ে ফেলে দিবে।’ মিতা, জারা ঝুমা ইসলাম ও মাজহারুল ইসলাম নিরাপত্তা নিরীক্ষণের  মধ্য দিয়ে গেলেন এবং সংরক্ষিত (বেষ্টিত) স্থানে অপেক্ষা করতে থাকলেন। সমস্ত লৌকিকতা শেষ। এখন তারা উড়োজাহাজে ওঠার জন্য অপেক্ষা করছে।তাদের সারি নম্বর ঘোষণা করার পর মিতা, জারা এবং বাবা-মা বিমানে ওঠলেন। মিতা জানালার পাশে সিট পেল। তার আসন নং হলো ঋ২৩ ঈ. জারা তার পাশে চলাচলের পথের ধারে একটা আসনে বসেছে এবং তার মা-বাবা তার পিছনে বসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর