রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

দ্বিতীয় অধ্যয় : জীবকোষ ও টিস্যু

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক

বহুনির্বাচনী প্রশ্ন

১.  নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে?

ক. পেনিসিলিয়াম           খ. অ্যামিবা

গ. প্যারামেসিয়াম          ঘ. নীলাভ সবুজ শৈবাল

২.পুং ও স্ত্রী জননকোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়?

ক. নিষেক               খ. জাইগোট  

গ. ভ্রূণ                 ঘ. অমরা

৩. পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষপ্রাচীর?

ক. মাশরুম              খ. অ্যামিবা

গ. বহুকোষী শৈবাল        ঘ. ব্যাকটেরিয়া

৪. কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে?

ক. মাইটোকন্ড্রিয়া          খ. প্লাস্টিড

গ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম  ঘ. রাইবোজোম

৫. কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে?

ক. Artocarpus         খ. Copsychus

গ. Trichomonas        ঘ. Apis

৬. ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়?

ক. দুই ঝিল্লির মাঝে        খ. গ্রানায়

গ. স্ট্রোমায়             ঘ. গ্রানাম ল্যামেলাম

৭. ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদের কোন অংশে?

i. গাজরের মূল 

ii. রঙিন পাতা

iii.  ফুল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii  

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

৮. এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অন্তর্গত কাজগুলো হচ্ছে-

i. প্রোটিন সংশ্লেষণ

ii. মাইটোকন্ড্রিয়া সৃষ্টি

iii. কোষপ্লেট গঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii  

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১০নং প্রশ্নের উত্তর দাও :

৯. A –এর চিত্র- এ কাজ কোনটি?

ক. হরমোন উৎপাদন করা    খ. জীবাণু ধ্বংস করা

গ. প্রোটিন সঞ্চয় করা  ঘ. ফ্ল্যাজেলা সৃষ্টি করা

১০. চিত্রের B-এর সাইটোপ্লাজমীয় অংশটির অনুপস্থিতিতে কী ঘটতে পারে?

i. প্রোটিন সঞ্চয়ে বাধা

ii. বিপাকীয় কার্যে সমস্যা

iii. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii  

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

নিচের চিত্রগুলো দেখ এবং ১১ ১২নং প্রশ্নের উত্তর দাও :

১১. চিত্র কোষীয় অঙ্গাণুটির-

i. পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশপাশের অঙ্গাণু নষ্ট হয়

ii. এর হরমোনগুলো একটি পর্দা দ্বারা আলাদা থাকে

iii. এর উৎসেচকগুলো জীবাণুগুলোকে হজম করে ফেলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii  

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১২. চিত্র B অংশটি

i. অ্যান্টিবডি গঠন করে

ii. B -এর  সাথে কার্যগতভাবে সাদৃশ্যপূর্ণ

iii. প্রোটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii  

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

নিচের চিত্র থেকে ১৩ ১৪নং প্রশ্নের উত্তর দাও :

১৩. উপরের চিত্রটি কীসের?

ক. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খ. নিউক্লিওলাস

গ. ক্রোমোসোম           ঘ. নিউক্লিয়াস

১৪. উপরের চিত্রটি-

i. বংশগতির গুণাবলি বহন করে

ii. নির্দিষ্ট জীবে নির্দিষ্ট সংখ্যায় থাকে

iii. জিন বহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii 

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৫.মাছের বিদ্যমান প্রধান উপাদান নিচের কোনটি দ্বারা সংশ্লেষিত হয়?

ক. লাইসোজোম           খ. ক্রোমোসোম

গ. সেন্ট্রিওল             ঘ. রাইবোজেম

১৬.কোনটির প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে?

ক. ট্রাকিড               খ. ভেসেল  

গ. সঙ্গীকোষ             ঘ. সীভনল

১৭. কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে?

ক. গম   খ. ধান   গ. নারিকেল   ঘ. আম

১৮. কোন ধরনের টিস্যু থেকে জননকোষ উৎপন্ন হয়?

ক. আবরণী টিস্যু          খ. যোজক টিস্যু

গ. পেশি টিস্যু           ঘ. স্নায়ু টিস্যু

নিচের চিত্র থেকে ১৯ ২০নং প্রশ্নের উত্তর দাও :

১৯. চিত্র X-

i. বিভিন্ন প্রকার টিস্যুর সংযোজনকারী

ii. ধমনীর বহিঃস্তরে থাকে

iii. অধিক পরিমাণ মাতৃকা ধারণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii  

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২০. A ও B উভয়েই-

i. অস্থিবন্ধনী তৈরিতে অংশ নেয়

ii. টেনডনে অবস্থান করে

iii. কানের পিনায় বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii  

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২১. লসিকা তন্ত্র-

i. টিস্যু মধ্যবর্তী জলীয় পদার্থ সংগ্রহ করে

ii. স্বতন্ত্র নালিকাতন্ত্র গঠন করে

iii. থ্রোম্বোসাইট থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii  

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২২. কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিন্ডকে রক্ষা করে?

ক. স্কেলিটাল             খ. ফাইব্রাস  

গ. স্ট্যাটিফাইড           ঘ. কিউবয়ডাল

২৩. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?

ক. এনজাইম             খ. হরমোন

গ. রক্তরস              ঘ. লসিকা

২৪. হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলো হলো-

i. থাইরয়েড

ii. আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস

iii. সুপ্রারেনাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. i ও iii  

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৫. ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কোন তরঙ্গকে ব্যবহার করে বিবর্ধন করা হয়?

ক. ইলেকট্রন             খ. প্রোটন   

গ. নিউট্রন               ঘ. পজিট্রন

 

উত্তরমালা : ১. ঘ ২. খ ৩. ঘ. ৪.ঘ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯.খ ১০.ক ১১.ঘ ১২.ক ১৩. গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.ক ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫.ক।

সর্বশেষ খবর