সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু না, কেউ তাদের সম্পত্তি দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন পুকুর ঘাট এলাকায় বিএনপির প্রীতি সমাবেশ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মতবিনিময়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি তাহলে প্রথমেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি হাসপাতাল হবে। আমার সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের বলছি, আপনারা সংখ্যালঘু না। আপনাদের জন্ম নিবন্ধন রয়েছে, আইডি কার্ড রয়েছে। আমি বিএনপি থেকে নির্বাচিত হতে পারলে আর কেউ আপনাদের সম্পত্তি দখল করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা মাদকের সঙ্গে যুক্ত হবেন না। মাদককে আপনারা না বলবেন। মাদককে প্রশ্রয় দিবেন না। এই সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজি চলবে না। কোন ভূমিদস্যু সিদ্ধিরগঞ্জে ঠাঁই পাবে না।’
মান্নান বলেন, ‘আমি ধানের শীষে ভোট চাই, আপনাদের দোয়া চাই। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই। আপনারা না থাকলে আমাদের বেইল নেই। আপনাদের দিয়ে জনগণকে দিয়েই আমি নেতা।’
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায় কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) এডভোকেট মো. শাহীন খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফয়সালসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক