সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুবর্ণ দ্বীপে যাব না’

শোবিজ প্রতিবেদক

‘সুবর্ণ দ্বীপে যাব না’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হলো। পদ্মার চরে টানা দুই দিনের পরিশ্রমে শেষ হয় এ চলচ্চিত্রের কাজ। শরীফ মাহবুবুল আলমের ছোটগল্পের কাহিনী অবলম্বনে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুবর্ণ দ্বীপে যাব না’। সুবর্ণ দ্বীপ এমন এক অভিশপ্ত দ্বীপ, যেখানে কেউ গেলে অপঘাতে মৃত্যু হয় তার। গ্রামের অনেক কাঠুরিয়া কাঠ কাটতে ওই দ্বীপে গেলে তাদেরও নানাভাবে মৃত্যু হয়েছে। রহস্যময় ওই দ্বীপে মেলে নীলকণ্ঠ পাখির ডিম। ওই ডিমের খোঁজে সুবর্ণ দ্বীপে যায় হিমু। এরপরই ঘটতে থাকে একের পর এক ঘটনা। চলচ্চিত্রে অভিনয় করেছেন একঝাঁক নতুন অভিনেতা। এদের মধ্যে রয়েছেন শান্তা মনি, আশিকুর রহমান, রোখসানা ঐশী, আশিষ, সাইফুল হক সোহেল, মাকসুদুল হক শাহিনসহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রগ্রহণে ছিলেন সালেকিন বিন লিয়াকত। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য।

সর্বশেষ খবর