বলিউড এখনো কাঁদছে। আর কাঁদছেন তিনি, যিনি ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে এক অচেনা কলেজ পড়ুয়াকে গোটা দেশের চোখে রাতারাতি তারকা করে তুলেছিলেন। পরিচালক বিনয় সাপরু। শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে গোটা বলিউড যখন শোকস্তব্ধ, তখন সবচেয়ে ভেঙে পড়েছেন যিনি-তিনিই শেফালির প্রথম গাইড, মেন্টর ও দীর্ঘদিনের বন্ধু বিনয় সাপরু। বিনয়ের কথায়, ‘এক দিন রাধিকা (রাও) আর আমি মুম্বাইয়ের লিঙ্কিং রোডে গাড়ি চালাচ্ছিলাম। আমাদের গাড়ির পাশাপাশি একটা স্কুটারে এক মা ও মেয়ে যাচ্ছিলেন। মেয়েটিকে দেখামাত্রই আমরা দুজন একসঙ্গে বলে উঠি, ‘কী সুন্দর দেখতে।’ সঙ্গে সঙ্গে আমরা গাড়ি থামিয়ে ওদের নিজেদের ভিজিটিং কার্ড দিয়ে ‘কাঁটা লাগা’র মিউজিক ভিডিওর অডিশনে আসতে বলি। সেই এক ঝলক পথচলা থেকেই জন্ম নেয় এক যুগান্তকারী মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’, যা রাতারাতি শেফালিকে দেশের বম্বশেল পোস্টার গার্ল করে তোলে। শেফালির কোনো অভিনয় বা নাচের ব্যাকগ্রাউন্ড ছিল না। কলেজ শেষে প্রতিদিন মহড়ায় আসত। এক দিন জন্মদিনে ওর দিদি নতুন সাদা জিনস দিয়েছিল। রিহার্সেল মিস করতে না চেয়ে পরে এসেছিল। জিনসে দাগ লাগায় চোখে জল, তবু কোনো অভিযোগ ছিল না। এক কথায় দুর্দান্ত-বলেন বিনয়। খানিক থেমে আরও বলেন, ‘শেফালির লুক ঠিক করতে পারছিলাম না। আমার মেয়ের একটা জাপানি পুতুলের হেয়ার স্টাইল দেখে ভাবি, এটাকেই অনুসরণ করি। সেটাই হয়ে গেল ওর চিরকালীন আইকনিক লুক।’ মৃত্যুর মাত্র ২০ দিন আগেই শেফালি এসেছিলেন তাদের অফিসে। সবার জন্য এনেছিলেন প্রিয় জাপানি বেকারির কুকিজ। বলেছিলেন, ‘শেষ ২০ বছর তো ভালোই কেটেছে, এবার চলো আগামী ২০ বছর পরিকল্পনা করি।’ শেফালির কথায় স্পষ্ট ছিল নতুন উড়ান, নতুন পরিকল্পনা। কিন্তু ভাগ্য যে তাকে কোথায় টেনে নিয়ে গেছে তা ভাবতেই চোখ এখন শুধু জলে ভরে।