ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেতা ফারুক ও প্রবীর মিত্র। গতকাল ছিল এই দুই অভিনেতার জন্মদিন। দুজনের ক্ষেত্রে একটি কাকতালীয় ব্যাপার রয়েছে, আর তা হলো একই মাসের একই তারিখে শুধু তাদের জন্মদিন নয়, একই চলচ্চিত্রে তাঁদের অভিষেকও ঘটেছিল। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত এইচ আকবর পরিচালিত ‘জলছবি’র মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে প্রবীর মিত্র ও ফারুকের। গ্রামীণ প্রতিবাদী যুবকের চরিত্রে ফারুক ছিলেন অনবদ্য। এমন একটি চরিত্রের ছবি ১৯৭৫ সালে মুক্তি পাওয়া মিতা পরিচালিত ‘লাঠিয়াল’ ছবির জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন অভিনেতা ফারুক। অন্যদিকে সত্তরের ঋত্বিক ঘোষের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেতা প্রবীর মিত্র। আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। অন্যদিকে, ‘মিয়াভাই’ ছবির সাফল্যে মিয়াভাই হিসেবে খ্যাতি পান নায়ক ফারুক। ১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের গুয়াখোলায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। ২০১৯ সালে তিনি জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননায় ভূষিত হন। আর ১৯৪৮ সালের ১৮ আগস্ট গাজীপুরের কালীগঞ্জে জন্মগ্রহণ করেন নায়ক ফারুক। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। ২০২৩ সালের ১৫ মে মারা যান অভিনেতা ফারুক। অন্যদিকে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা প্রবীর মিত্র।
 
                         
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    