আজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে এশিয়ান রেডিও-৯০.৮ এফএমেরও জন্মদিন পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর নিকেতনে এশিয়ান টিভি ভবনে চলছে জমকালো অনুষ্ঠান। এশিয়ান টিভি ও রেডিওকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন নানা অঙ্গনের তারকা ও গুণী ব্যক্তিত্বরা। দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভি পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর চেয়ারম্যান মো. হারুন-উর-রশীদ সিআইপি ছয় বছরে পা রাখার পেছনে সহযোগিতা-সমর্থনের জন্য এশিয়ান টিভি ও রেডিওর দর্শক-শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরদের ধন্যবাদ জানান।