‘নীল ফড়িং’ শিরোনামের রোমান্টিক-পারিবারিক গল্পের ছবি নিয়ে দর্শকের সামনে আসছেন ‘দেশা’ ছবি খ্যাত নায়ক শিপন মিত্র। এই ছবিতে তার বিপরীতে আছেন আফ্রি। ‘দেশা’র পর ‘বিগ ব্রাদার’সহ বেশ কটি ছবি দিয়ে ইতিমধ্যে দর্শক নজর কেড়েছেন শিপন। ছবিটি পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। নির্মাতা জানান, শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে। নোমান ফিল্মসের ব্যানারে নির্মিত ‘নীল ফড়িং’ ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, শহীদুল ইসলাম সাচ্চু, কচি খন্দকার প্রমুখ।