বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সব কিছুতে শাকিব খান

শোবিজ প্রতিবেদক

সব কিছুতে শাকিব খান

স্টেজ পারফরমেন্সে শাকিব খান ও মিমের সঙ্গে ঈগলস ড্যান্স গ্রুপ

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে আবার বিজ্ঞাপন চিত্রে দেখা যাবে। তার দর্শক ভক্তরা তাকে বহুমাত্রিকরূপে দেখতে পাবেন। মানে একই সঙ্গে চলচ্চিত্র, বিজ্ঞাপন, স্টেজ শোতে দাপিয়ে বেড়াচ্ছেন এই শীর্ষ নায়ক।  সম্প্রতি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন এই নায়ক। এটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।  সোমবার থেকে মিরপুরে কোক স্টুডিওতে শুরু হয়েছে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং। হঠাৎ করে আবার বিজ্ঞাপন চিত্রে কাজ করা কেন? এমন প্রশ্নে শাকিব বলেন, দেশ ও সমাজের জন্য জনসচেতনতামূলক কাজ করা জরুরি। আর শোবিজ তারকাদের প্রতি যেহেতু সাধারণ মানুষের কৌতূহল বেশি, তাই তারকারা যদি এমন কাজে অংশ নেয় তাহলে এর লক্ষ্য মানে সামাজিক বার্তা সহজে মানুষের কাছে পৌঁছে যায়। শাকিব বলেন, একদিকে সামাজিক কারণ অন্যদিকে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়া তারকাদের জন্য অত্যন্ত জরুরি। বিভিন্ন দেশের নামি শোবিজ ব্যক্তিত্ব যেমন পার্শ¦বর্তী দেশ ভারতের কথাই ধরি, সেখানে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, প্রীতি জিনতা, সালমান খান, আমির খান থেকে শুরু করে সব জনপ্রিয় তারকা বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন। সুতরাং আমাদের ওপরও এই দায়িত্ব বর্তায়। শাকিব খান জানান মান সম্মত বিজ্ঞাপন হলে চলচ্চিত্রের পাশাপাশি তাতেও কাজ করবেন তিনি। ওরস্যালাইনের এই বিজ্ঞাপনে পৌরাণিক একটি চরিত্রে শাকিব খানকে দেখা যাবে। এতে তাকে দেখে মনে হবে, অনেক শক্তিশালী একজন, অনেকটা হারকিউলিসের মতো। দুই যুগের অভিনয় জীবনে শাকিব খান কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এগুলো হলো- বাংলালিংক, পাওয়ার ড্রিংকস আর এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপনচিত্র।

এদিকে, তানজিলের জমকালো পারফরমেন্সের কোরিওগ্রাফিতে ঢালিউড কিং শাকিব খান অনেকদিন পর মঞ্চে পারফর্ম করলেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তারা দর্শকদের মুগ্ধ করেছেন বার্জার সুপ্রিম অনুষ্ঠানে। ৭ এপ্রিল  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এই দুই তারকা দর্শকদের মন মাতান। শাকিব খান বলেন, ‘বাংলাদেশের সফল কোরিওগ্রাফার তানজিলের কাজ এবং শ্রমের জন্যই আমি সুন্দর নাচের পারফরমেন্স দেখাতে পেরেছি। আমি অভিভূত!’ এ প্রসঙ্গে তানজিল বলেন, ‘শাকিব খান এবং মিমের সঙ্গে প্রায় ১০ বছরের পরিচয়ের মাঝে শাকিব ভাইকে মঞ্চে খুব কম পেয়েছি। আর সবচাইতে মজার কথা হলো এই প্রথমবার শাকিব খান কোনো করপোরেট অনুষ্ঠানে নাচে অংশ নিলেন যা আমার এবং আমার ঈগলস ড্যান্স কোম্পানির জন্য অনেক বড় একটি প্রাপ্তি।’ রাত ৮টা ৩০ মিনিটে শাকিব খান রোমাঞ্চ সৃষ্টি করে মঞ্চে আবির্ভূত হন। এরপর তার জনপ্রিয় গানে পারফর্ম করেন। শাকিব যখন মঞ্চে ওঠেন উপস্থিত হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন বিদ্যা সিনহা সাহা মিম। তারা একে একে ‘নম্বর ওয়ান শাকিব খান’, ‘হেইলা দুইলা নাচ’, ‘সম্রাট’, ‘কি জাদু করিলা’ ও ‘দেবো ষোল আনা’ গানে একসঙ্গে পারফর্ম করেন। তাদের এই পরিবেশনায় তানজিলের কোরিওগ্রাফির নাচে সঙ্গ দিয়েছে তার ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা। শাকিব-মিম ছাড়াও অনুষ্ঠানে তানজিলের কোরিওগ্রাফিতে পারফর্ম করেন দেশের এই সময়ের জনপ্রিয় ৪ মডেল কন্যা রুমা, মারিয়া, লিন্ডা এবং মিয়ামসহ অনেকে। বার্জার সুপ্রিমের মনোমুগ্ধকর অনুষ্ঠানে নাচ ও গান ছাড়াও ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন ইমু হাসমি যেখানে শো স্টপার ছিলেন তারিন জাহান এবং গান গেয়ে দর্শকের মন জয় করেছেন ইমরান মাহমুদুল এবং ঐশী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর