সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার শিল্পীর পাশে প্রধানমন্ত্রী

শোবিজ প্রতিবেদক

চার অসুস্থ শিল্পীকে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে চার শিল্পীকে অনুদান প্রদান করেন তিনি। অনুদান পাওয়া শিল্পীরা হলেন- সংগীতশিল্পী ডলি সায়ন্তনী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকাপ আর্টিস্ট কাজী হারুন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকাপ আর্টিস্ট আবদুর রহমান ও অভিনেতা মহিউদ্দিন বাহার। তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এর আগে চলচ্চিত্র, মঞ্চ, টিভি এবং সংগীতশিল্পী কলাকুশলীদের সংগঠন শিল্পী ঐক্যজোট এ চার অসুস্থ শিল্পীর মানবেতর জীবনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর সহায়তার জন্য তার কাছে আবেদন করে। অনুদান প্রদানের সময় জোটের সাধারণ সম্পাদক জি এম সৈকত উপস্থিত ছিলেন। অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রীকে ‘মমতাময়ী’ বলে সম্মান জানিয়ে তার প্রতি

কৃতজ্ঞতা প্রকাশ করেন এ চার শিল্পী। চার অসুস্থ শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি এ তায়েব ও  সাধারণ সম্পাদক জি এম সৈকত। তারা বলেন, ‘আমাদের সৌভাগ্য আমরা  একজন মমতাময়ী, সংস্কৃতি ও শিল্পীবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। মানুষ ও মানবতার মূল্য তার কাছে সবার আগে। এ মহতি কাজে শরিক হতে পেরে আমরা শিল্পী ঐক্যজোট পরিবার ধন্য ও গর্বিত।

 

 

সর্বশেষ খবর