মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কেউ ব্যস্ত ফিতা কাটায় কেউবা রাজনীতিতে

আলাউদ্দীন মাজিদ

কেউ ব্যস্ত ফিতা কাটায় কেউবা রাজনীতিতে

চলচ্চিত্র নির্মাণ কমেছে দীর্ঘদিন ধরে। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শিল্পী। অভিনয়ের সুযোগ কমে যাওয়ায় নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা। কেউ রাজনীতিতে, কেউ দোকানপাটের উদ্বোধনী ফিতা কাটা কেউবা আবার স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে একজন মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায় একদল শিল্পীকে। তাদের মধ্যে ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান, ডিপজল, নায়ক রুবেল, নায়িকা অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, শাহনূরসহ আরও অনেকে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, ফেরদৌস, রিয়াজ, পপি, মৌসুমী, অপু বিশ্বাস, নিপুণ, অঞ্জনা, দিলারা, নূতন, সাইমনসহ অনেককেই নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ কিংবা প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হওয়ার দৌড়ে অংশ নেন অভিনেত্রী সুজাতা, সারাহ বেগম কবরী, অঞ্জনা, দিলারা, মৌসুমী, অরুণা বিশ্বাস, শাহনূর, অপু বিশ্বাস প্রমুখ। এ ছাড়া কলকাতার সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে একটি দলের প্রচারণায় অংশ নিয়ে বিপাকে পড়েন ঢাকাই ছবির নায়ক ফেরদৌস।

এত গেল তারকাদের রাজনীতিতে জড়িয়ে পড়ার কথা। অনেককেই আবার নিয়মিত স্টেজ শো আর  দোকানপাটের উদ্বোধনী ফিতা কাটতেও প্রায় নিয়মিত দেখা যায়। এদিক থেকে এগিয়ে আছেন অপু বিশ্বাস। এই নায়িকা শুধু দেশে নয়, কলকাতার আসামেও প্রায় স্টেজ শো নিয়ে ব্যস্ত। স্টেজ শোর দৌড়ে আরও এগিয়ে আছেন পপি। শাকিব খানও এই দৌড় থেকে পিছিয়ে নেই। তিনি আবুধাবি, কলকাতা এবং সম্প্রতি ভোলার চরফ্যাশনে স্টেজ শো করেছেন। গত ১ ফেব্রুয়ারি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে মঞ্চে উপস্থাপনা করতে আসেন নায়ক রিয়াজ। এরপর পারফরম্যান্স নিয়ে হাজির হন মৌসুমী, পপি, শাকিব খান, সায়মন সাদিক, তমা মির্জা প্রমুখ।

গত বছরের ২৩ এপ্রিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মম ইন বগুড়া’তে অনুষ্ঠিত হয় হাইডেলবার্গ সিমেন্টের আয়োজনে ‘আপনজন ২০১৯’ অনুষ্ঠান। উত্তরবঙ্গের ২ হাজারের অধিক ব্যবসায়িক সহযোগী নিয়ে এই অুনষ্ঠানে নাচের তালে মঞ্চ মাতান সুপারস্টার শাকিব খান, পূর্ণিমা, মাহিয়া মাহী এবং বিদ্যা সিনহা মিম। অপু বিশ্বাস গত বছরের ১৪ অক্টোবর সিঙ্গাপুরে একটি স্টেজ শোতে পারফর্ম  করেন। তার সঙ্গে পারফর্ম করে ফ্লাই ফারুক ড্যান্স গ্রুপ। অপু তখন জানান, এই প্রথম তার সঙ্গে কোনো ড্যান্স গ্রুপ দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছে। এরপর দেশে ফিরে ১৭ অক্টোবর তিনি ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে পারফর্ম করেন। রাজনীতি, স্টেজ শো আর দোকানের ফিতা কাটার সঙ্গে সঙ্গে অনেক শিল্পী আবার নানা ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েছেন। যেমন রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে শাকিব খানের। যমুনা ফিউচার পার্কে রেড চিকেন নামে একটি ফাস্টফুডের  দোকান রয়েছে তার। চিত্রনায়ক রিয়াজ বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ফুড ২৪ *৭’ নামের একটি রেস্টুরেন্ট চালু করেছিলেন। চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী উত্তরায় প্রতিষ্ঠা করেন মেরি মন্টানা নামে একটি রেস্টুরেন্ট। বায়িং হাউসের ব্যবসা নিয়েই বাপ্পারাজ ও সম্রাটের সময় কাটে বেশি। চিত্রনায়িকা মাহিয়া মাহী ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন। গত বছরের ২৭ অক্টোবর নিজের জন্মদিনে মাহী তার ফ্যাশন হাউস ‘ভারা’ উদ্বোধন করেন। চিত্রনায়িকা সাহারা অভিনয় ছেড়েছেন দুই-তিন বছর হয়ে গেল। তিনিও একটি ফ্যাশন হাউস খুলেছেন। চিত্রনায়িকা ‘অমৃতা ফ্যাশন জোন’ নামে একটি পোশাকের দোকান গত বছরের ২৩ মার্চ আশুলিয়া টঙ্গীবাড়িতে উদ্বোধন করেন। ধানমন্ডির সোবহানবাগে অবস্থিত ‘ওহো ফ্যাশন হাউস’-চালু করেছিলেন চিত্রনায়ক নিরব। তবে ফ্যাশন হাউসটি বন্ধ হয়ে গেলেও চিত্রনায়ক ইমনের সঙ্গে যৌথভাবে ‘থার্ড আই’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন তিনি। ব্যবসায়ীদের তালিকায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। রূপচর্চাবিষয়ক ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামে একটি প্রতিষ্ঠান দিয়েছেন নিপুণ। নিঝুম রুবিনা নিকেতনের বি ব্লকের ‘রিফ্লেকশন’ নামে বিউটি পারলারের উদ্বোধন করেন তিনি। চিত্রনায়িকা রেসি সম্প্রতি বিউটি পারলারের ব্যবসায় এসেছেন। পারলারের নাম ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’। চিত্রনায়িকা জলিও একই ব্যবসায় হাজির হয়েছেন। পারলারের নাম ‘জলি গ্ল্যামার জোন’। গত বছরের নভেম্বরে পারলারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বছর কয়েক আগে অপু বিশ্বাস নিকেতনে জিম হাউসের ব্যবসা শুরু করলেও পরে তা বন্ধ করে দেন। এরপর গত বছরের ডিসেম্বরে নতুন ব্যবসা চালু করেন অপু। আবার ব্যবসায়ী হিসেবে পথচলা শুরু করলেন অপু। তবে কোনো পণ্যের নয়। মূলত মিডিয়াসংশ্লিষ্ট কাজের জন্য ফ্লোর ভাড়া দেওয়াসহ প্রমোশনাল কাজের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তিনি। খুলেছেন ‘এপিজে ফ্লোর’। এটির অবস্থান নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি-এর ৫৮ নম্বর বাড়িতে। ৯ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অভিনেতা আহমেদ শরীফ। নায়িকা জানান, এখানে থাকছে বিউটি পারলার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর। অপু বিশ্বাস বলেন, ‘নতুন ছেলে-মেয়েরা প্রতিনিয়তই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। এর মধ্যে ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি প্রভৃতি রয়েছে। আমরা এখানে তাদের জন্য কাজের একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। যে কেউ ন্যূনতম খরচে এগুলো ব্যবহার করতে পারবে। এতে সমাজে কর্মসংস্থানও তৈরি হবে।’ আসলে চলচ্চিত্রের অবস্থা মন্দ হওয়া শুরু করলে জীবিকার তাগিদে তারকারা নানা কাজ বেছে নিতে বাধ্য হন। কারণ জীবন বাঁচাতে সবাইকে কিছু না কিছু করতেই হবে। সাধারণ মানুষের কথায়- বাঁচতে হলে কাজ চাই। এর কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর