শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কলকাতা উৎসবে ‘জেকে ১৯৭১’

শোবিজ প্রতিবেদক

কলকাতা উৎসবে ‘জেকে ১৯৭১’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পিআইএ-এর একটি বিমান। তাঁর দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবেন বিমানের সব যাত্রী। এ ঘটনা নিয়েই নির্মিত ‘জেকে ১৯৭১’। ছবিটির নির্মাতা ফাখরুল আরেফিন খান। সিনেমাটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের নন্দন-২ প্রেক্ষাগৃহে ২৬ ও ২৭ ডিসেম্বর ছবিটির দুটি শো হবে বলে নিশ্চিত করেছেন এর পরিচালক ফাখরুল আরেফিন খান। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সৌরভ শুভ্র দাশ, ফ্রান্সিসকো রেমন্ড, ডেরিয়া গভ্রুসেনকো, নিকোলাই নভোমিনাস্কি, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর