মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

 সাঁতাও, জে কে ১৯৭১, হাওয়া পুরস্কৃত

 শোবিজ প্রতিবেদক

 সাঁতাও, জে কে ১৯৭১, হাওয়া পুরস্কৃত

শেষ হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার সন্ধ্যায় পুরস্কার প্রদানের মাধ্যমে ইতি টানা হয় চলচ্চিত্রের এই মহাযজ্ঞের। এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের সিনেমাকে ঘিরেই ছিল দর্শকের ভিড়। জাদুঘরের মূল মিলনায়তনে ঘোষণা করা হয় বিজয়ীদের উৎসবে বাংলাদেশ প্যানোরমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘সাঁতাও’। বিশেষ অডিয়েন্স পুরস্কার পেয়েছে ফাখরুল আরেফীন খানের ‘জে কে ১৯৭১’ [বাংলাদেশ] এবং মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ [বাংলাদেশ]। সেরা শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে মাজেল আ তায়েমম্ফস্তভি লেসা [চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, জার্মানি], সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে আর্টিওম আনিসিমভ। তিনি নির্বাচিত হয়েছেন রাশিয়ার ‘পোডেলনিকি’ সিনেমার জন্য। অপরাজিত [ভারত] চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন অনিক দত্ত। প্রপেদা [ভারত] সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কেতকী নারায়ণ। নাকোডো-ম্যাচমেকারস [জাপান] সিনেমার জন্য সেরা অভিনেতা ইক্কেই ওয়াতানাবে। জেন্দেগি ভা জেন্দেগি [ইরান] চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক আলি ঘাভিতান। সেরা সিনেমা দি মাদার [ইরান]। স্পিরিচুয়াল ফিল্ম বিভাগে সেরা তথ্যচিত্র মহাত্মা হাফকাইন [রাশিয়া]। 

 

সর্বশেষ খবর