জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর কণ্ঠে প্রকাশিত হলো ‘মায়াবী’। ছড়াসম্রাট জগলুল হায়দারের কথা ও সুরে জোবায়েদ সুমনের সংগীত পরিচালনায় গানটি প্রচারিত হচ্ছে হায়দার টিউনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটকে। স্টুডিও ভার্সনে চিত্রায়িত গানটিতে শিল্পী নিজেই মডেল হয়েছেন। ফজলুর রহমান বাবু বলেন, ‘মায়াবী’ চমৎকার একটি গান। আধ্যাত্মিক ধরনের এ গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। জগলুল হায়দারকে ধন্যবাদ সুন্দর একটি গানে আমাকে যুক্ত করার জন্য। গানটি শুনতে শ্রোতা ও দর্শকদের আহ্বান জানাই। আশা করি আপনাদের ভালো লাগবে ‘মায়াবী’।