দেশের বাইরে অবস্থান করছেন বলে চাইলেও ত্রাণ পাঠাতে পারেননি চিত্রনায়ক অনন্ত। এমন অবস্থায় সামাজিক মাধ্যমে বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিলেন এই তারকা। এদিকে রবিবার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনায় নিন্দা জানান অনন্ত। সঙ্গে এও বলেন, দেশে ফিরেই বন্যার্তদের ত্রাণ বিতরণ করবেন তিনি। গতকাল সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদের সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।’ তিনি আরও লিখেন, ‘দেশে ফিরে আমি বন্যার্তদের সহযোগিতায় প্রয়োজনীয় সব উদ্যোগই নেব।’