গল্পটা প্রেমের। নব্বই দশকের প্রেমকে নতুন মোড়কে নিয়ে এসেছেন নির্মাতা ইমরাউল রাফাত। নাম দিয়েছেন ‘হঠাৎ ভালোবাসা’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী। আরও অভিনয় করেছেন- মনিয়া মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ। ইমরাউল রাফাত জানান, সফট রোমান্টিক ধাঁচের নাটক এটি। বললেন, ‘অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এ গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি ও ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।’