আসছে নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র রং ঢং। আহসান সারোয়ার নির্মিত চলচ্চিত্রটি নির্মাণের প্রায় তিন বছর পর আপিল বিভাগের রায়ে শেষ পর্যন্ত গত বছর সেন্সর পায়। উল্লেখ্য, চলচ্চিত্রটির দুটি গান “বয়স ১৬তে প্রেম” ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় যা এর মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। নির্মাতা বলেন, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। গান দুটির কারণে মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি, সেন্সর বোর্ডে আটকানোয় পরিচালক এ নিয়ে চিন্তিত ছিলেন বলে জানান? নভেম্বরে মুক্তির তারিখটি শিগগিরই জানাবেন বলেও জানিয়েছেন তিনি। এ সিনেমায় অভিনয়ে ছিলেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ। চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনায় ছিলেন ফুয়াদ নাসের বাবু, শামিম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, তাসনুভ। মুক্তিপ্রাপ্ত গান দুটো ইউটিউবে পাওয়া যাচ্ছে।