দুই বাংলার দুই জনপ্রিয় তারকা সৃজিত-মিথিলা। দাম্পত্যজীবনে ঠিকঠাক থাকলেও প্রতিবছর নেটিজেনরা তাঁদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করান। আবারও বিশেষ এক কারণে সেই বার্তা চাউর হয়েছে। কলকাতার চলচ্চিত্রনির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু এক ছাদের নিচে তাঁদের দেখা হয় খুব কম। কাজ নিয়ে দুজনই ভীষণ ব্যস্ত। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন মিথিলা। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এ দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই। মাঝেমধ্যেই শোনো গেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।