সৃষ্টির এক যুগ পর প্রকাশ পেল ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত সংগীতশিল্পী রেশমী মির্জার প্রথম গানের ভিডিও অ্যালবাম। ২০১২ সালে রচিত রেশমীর ‘মাটি’ ব্যান্ডের ‘মাটি’ গানটির টাইটেল সং এটি। ইফতেখার সুজনের কথায় মীর মাসুমের সুর ও কম্পোজিশনে গানটি তৈরি। মাটি অ্যালবামটির প্রযোজনায় সৌরভ দাশ। ‘কমলায় নৃত্য করে’, ‘প্রেমের লাড্ডু’ গেয়ে মুগ্ধ করা রেশমীর সাফল্যের ঝুড়িতে সম্প্র্রতি যুক্ত হয়েছে সেরা ফোক গায়িকা হিসেবে এনআরবি, আইকনিক স্টার অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার হিসেবে নিউইয়র্কের ‘এক্সিলেন্স ইন মিউজিক’ অ্যাওয়ার্ড।