একটুর জন্য জয় হাতছাড়া হয়েছে প্রথম ওয়ানডেতে। তিন পেসার খেলিয়ে বসিয়ে রাখা হয়েছিল বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজকে। তার খেসারত গুনেছিল ৩ উইকেটে হেরে। কাল সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, তাই একজন পেসার কমিয়ে খেলানো হয় রাজ্জাক রাজকে। রাজ একাদশে ফিরেন তাসকিন আহমেদের জায়গায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৪৪ রান করেছে ৪০ ওভারে। হাফ সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল ও ড্যারেন ব্রাভো।
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে টাইগাররা ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান করেছিল। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছিলেন ওপেনার এনামুল হক বিজয়। খেলেছিলেন ১০৯ রান। ফিল্ডিংয়ে নেমে ৩৪ রানে স্বাগতিকদের প্রথম ৫ উইকেট তুলেও জিততে পারেনি। আসলে জিততে দেননি দিনেশ রামদিন ও কিয়েরন পোলার্ড। দুজনে ৬ষ্ঠ উইকেট জুটিতে ১৪৫ রান যোগ করেন। বাংলাদেশের বিপক্ষে ষষ্ট উইকেট জুটিতে রেকর্ড। আগের রেকর্ডটি ছিল শিবনারায়ণ চন্দরপাল ও নিঙ্ন ম্যাকলিনের।
কাল ব্যাট করতে নেমে গেইল খেলেছেন ৫৮ রানের ইনিংস। এই ডেঞ্জারম্যানকে সাজঘরে ফেরান অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ান ডাউনে খেলতে নেমে ড্যারেন ব্রাভো করেন ৫৩ রান।