ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ইউরোপিয়ান ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে সান্তোস ক্লাবের সঙ্গে তার চুক্তি ডিসেম্বরেই শেষ হবে, যার পর থেকে ইতালি ও অন্যান্য ইউরোপীয় বড় ক্লাবগুলো তার সেবার প্রস্তাবনা পেয়েছে।
ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইন্টার মিলান এবং নাপোলি আবারও নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে ভাবছে, যারা গত গ্রীষ্মে তাকে নিতে অপারগতা প্রকাশ করেছিল।
নেইমারের এজেন্ট পিনি জাহাভির ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও আলোচনা প্রক্রিয়াকে আরও সহজ করে তুলছে।
মাঠের বাইরে নেইমারের প্রধান লক্ষ্য হলো ব্রাজিল জাতীয় দলে পুনরায় সুযোগ পাওয়া। কার্লো আনচেলোত্তির অধীনে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার জন্য দলে জায়গা পাওয়া এখন তার বড় চ্যালেঞ্জ। ইউরোপীয় ক্লাবে খেলা তাকে সেলেসাও দলে ফিরে যাওয়ার পথ সুগম করবে।
বিডি প্রতিদিন/মুসা