অবশেষে ভাগ্য খুলেছে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খানের! তিনি পেয়ে গেছেন তাঁর সুন্দরীকে৷ কোন রাগ, ঢাক, হেয়ালী ছাড়াই তিনি সেই খবরটি কনর্ফাম করলেন ট্যুইটারে৷আর এই খবরে, তিনি যতটা না খুশি তার থেকে দ্বিগুন খুশী তাঁর অগনিত ভক্তরা৷
ট্যুইট করার কয়েক ঘণ্টার মধ্যে ট্যুইটারে তার ভক্তদের কৌতুহল চোখে পড়ার মতো৷ কবে বলিউডের এই এলিজেবল ব্যাচেলার বিয়ে করছেন? কে সেই পাত্রী তা জানতে তার ভক্তদের কৌতুহল ছিল চোখে পড়ার মতো৷
মঙ্গলবার সকাল সকাল তিনি তার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন৷ কিন্তু এর মধ্যেও রয়েছে অনেক রহস্য৷ তিনি ট্যুইট করে জানান, ‘আমি মেয়ে পেয়ে গেছি’৷ ট্যুইট হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক প্রশ্ন সালমানের দিকে আসতে থাকে৷পাশাপাশি আসে অনেক শুভেচ্ছাও৷ কিন্তু সকলের কাছেই পুরো ব্যাপারটি ধোঁয়াশা৷ কে সেই মেয়ে? সেকি ক্যাটরিনা নাকি লুলিয়া? তাহলে কি ভাইজান বিয়ে করছেন? এরকম একাধিক প্রশ্ন আসতে থাকে৷
কিন্তু ভাইজানের ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ৷কারণ তিনি এখনই বিয়ের পিড়িতে বসছেন না এবং তিনি কাকে ভবিষ্যতে বিয়ে করছেন তাও এখনও রহস্য৷তবে তিনি তার বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার ডেবিউ ফিল্ম লাভরাত্রীর জন্য নায়িকা পেয়েছেন তা তিনি নিশ্চিত করলেন এই ট্যুইটের মাধ্যমে৷এই ট্যুইটের পরেই তিনি একটি টুইট করে জানান, ‘চিন্তার কোন ব্যাপার নেই, আয়ুশের আগামী ছবি লাভরাত্রী জন্য নায়িকা পেয়ে গেছি ওয়ারিনা৷চিন্তার কোন কারন নেই৷’ সকালে প্রথম ট্যুইটের পর খুব একটা রহস্যের মধ্যে রাখতে চাননি ভাইজান৷ তাই তড়িঘরি রহস্যের যবনিকা পতন করলেন তিনি৷
পাশাপাশি সালমানের আগামী ছবির প্রি প্রোডাকশনের কাজও প্রায় শেষের মুখে৷ সালমানের আগামী ছবি ‘ভারত’এর মাধ্যমে সালমানের সঙ্গে তৃতীয় প্রজেক্ট করতে যাচ্ছে পরিচালক আলি আব্বাস জাফর৷ ছবিটির প্রি প্রোডাকাশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে৷ ছবিতে ইর্শাদ কামিলের লেখা গানে মিউজিক দেবে বিশাল-শেখর ৷ চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের মুখে৷ চলতি মাসেই শ্যুটিং লোকেশান ফাইনাল হবে তা টুইট্যারে পরিচালক আলি আব্বাস জাফর জানিয়ে দিয়েছিলেন৷ সবকিছু ফাইনাল হলেও সালমানের বিপরীতে নায়িকা চুরান্ত হচ্ছিল না৷এনিয়ে চাপে ছিলেন প্রযোজক ভাইজান৷
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল