নেপালে আন্দোলনকারী জেন-জিসহ সকল নাগরিক পক্ষকে সংলাপের মাধ্যমে চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পাউডেল।
বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ ইতোমধ্যেই গৃহীত হয়েছে। তাই জাতিকে আরও রক্তপাত বা ক্ষতি ছাড়াই সংকট সমাধানের দিকে মনোনিবেশ করতে হবে।
রাষ্ট্রপতি পাউডেল বলেছেন, ‘আমি সকল পক্ষকে শান্ত থাকার, জাতির আরও ক্ষতি রোধ করার এবং আলোচনার টেবিলে আসার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রে, নাগরিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।’
এর আগে নেপালে তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। প্রধানমন্ত্রীর সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।
কে পি শর্মা অলির পদত্যাগের পর দেশটির সংসদ ভবনে অনুপ্রবেশ করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে জেন-জি বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারাদেশে। দুইদিনের সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। জেন-জি বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সূত্র : হিমালায়ান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত