ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের শাশুড়ি সৈয়দা আতিকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সৈয়দা আতিকা বেগম পরিবারের সদস্যদের পাশাপাশি অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
এক শোকবার্তায় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।
বিডি প্রতিদিন/নাজিম