অবশেষে এক ছাতার নিচে তিন খান— শাহরুখ, সালমান, আমির। তাও নাকি আবার আরিয়ান খানের হাত ধরে! তিন খানের অনুরাগীদের মধ্যেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।
শনিবার সকালে একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এ বার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে?
উত্তেজিত নেটিজেনরা মন্তব্য করেন, “বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?”
নেটিজেনদের অনুমান, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাড্স অফ বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সেই সিরিজের ঝলকে দেখা গিয়েছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এই বিষয়ে প্রায় নিশ্চিত নেটিজেনরা।
গত বছর, আমির নিজেও ইচ্ছে প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন আমির।
আমিরই বলেছিলেন, “তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল। আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।”
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম