বলিউডের গ্রিক গডের সম্মান দেওয়া হয় তাকে। তবে সুপুরুষ চেহারা ছাপিয়ে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সবসময়। এবারও তাই করতে চলেছেন। তবে এবার আর কাল্পনিক সুপারহিরো নয়, বাস্তবের নায়ককে পর্দায় তুলে ধরতে চলেছেন হৃত্বিক রোশন।
‘সুপার ৩০’ ছবিতে গণিতের শিক্ষক আনন্দ কুমারের চরিত্রে দেখা যাবে তাকে। খবর আগেই ছিল। এতদিনে প্রকাশ্যে এল আনন্দ অর্থাৎ হৃতিকের প্রথম ঝলক।
২০০২ সালে ‘সুপার ৩০’ এর অভিযান শুরু করেছিলেন আনন্দ কুমার। উদ্দেশ্য ছিল দুঃস্থ পরিবারের মেধাবি পড়ুয়াদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। আর আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপযুক্ত করে তোলা।
প্রথম বছরেই ৩০ জনের মধ্যে ১৮ জন পড়ুয়া আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপর আর থেমে থাকেনি ‘সুপার ৩০’ এর যাত্রা। ২০১৭ সালে পরিস্থিতি এমন দাঁড়ায় ৩০ জনের মধ্যে ৩০ জনই আইআইটির প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন।
সাধারণ মানুষের এই অসাধারণ কাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বিকাশ বহেল। ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। আর বেনারসে ভালভাবেই শুট চলছে ছবির। শোনা গেছে, ছবিতে হৃতিকের বিপরীতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর