মাইকেল-সত্যজিৎ সেনের ডেবিউ ছবিতে রয়েছেন টলিউডের একগুচ্ছ নামি দামি তারকারা। ছবির নামভূমিকাতেই রয়েছেন মীর, যে স্বপ্ন দেখে ছবি তৈরির। আর তারই স্ত্রীর চরিত্রে রয়েছেন স্বস্তিকা।
সদ্য একটি ওয়েবসিরিজে ঝড় তুলেছেন স্বস্তিকা। আর সেই রেশ থাকতে থাকতেই ফের একবার অন্যরকম একটি চরিত্রে দেখা দিতে চলেছেন তিনি। সম্প্রতি এই ছবির মন কেমনের আশিয়ানা গানটি মুক্তি পেইয়েছে।
গানটি গেয়েছেন রেখা ভরদ্বাজ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রজিৎ দে এবং রাই। এবং সমগ্র বিষয়টির সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত রয়েছে আমারা মিউজিক। ছবির মিউজিক লেবেল হল এই আমারা মিউজিক।
ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, তনুশ্রী চক্রবর্তী, সায়নী দত্ত, অরুণিমা ঘোষ, পায়েল মুখোপাধ্যায় প্রমুখরা। এবং মাইকেলের চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর