এবার ইসলামের দাওয়াত দিতে ইংল্যান্ড গেলেন অনন্ত জলিল। সেখানে তিনটি মসজিদে ইসলাম ধর্ম প্রচারের কাজ করবেন এই তারকা।
তিনি বলেন, ইসলামের দাওয়াত দেয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে গিয়েছি। তবে এবার ইসলামের দাওয়াত দিতে মুফতি ওসামা ভাই ও আমি এসেছি ইংল্যান্ডে। যে মসজিদ আপনাদের কাছে হয়, আপনারা অবশ্যই আসবেন। আশা করি লন্ডনে বসবাসকারী সকলেই আসবেন, অনেক ফায়দা হবে।
গত ৫ ফেব্রুয়ারি এশার নামাজের পর ম্যানচেস্টার এর সিটি জামে মসজিদে ইসলাম বিষয়ক কথা বলেন অনন্ত জলিল। গতকাল ৬ ফেব্রুয়ারি মাগরিবের পর ডিউস ভ্যালির মার্কাজি মসজিদে ইসলাম বিষয়ক কথা বলেন এবং ৮ ফেব্রুয়ারি মাগরিবের পর ইস্ট লন্ডন মার্কাজি মসজিদে ইসলামের দাওয়াত দেবেন অনন্ত।
ইংল্যান্ডে যাওয়ার পূর্বে অনন্ত জলিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার শেয়ার করেন। অনন্ত জলিলের সেই ভিডিওবার্তা:
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর