বলিউডে হালের বহুল আলোচিত সিনেমা 'পদ্মাবত'। সিনেমাটিতে রানি পদ্মিনী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, পদ্মিনীর স্বামী রাজা রতন সিং চরিত্রে শাহিদ কাপুর এবং খিলজির চরিত্রে রণবীর সিং। ইতোমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে পদ্মাবত। ২৫০ কোটির কাছে চলে গেছে সিনেমার আয়।
কিন্তু এবার করনী সেনার বিতর্ক পিছু ছাড়লেও অভিনেতার নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন। কারণ আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং তাঁর অভিনয়ের জন্য বিশেষ প্রশংসা পেয়েছেন। এমনকি ‘পদ্মাবত’ দেখে দীপিকাকে প্রশংসাপত্র এবং উপহার পাঠিয়েছেন স্বয়ং বিগ বি।
আর এর মধ্যেই ‘পদ্মাবত’ সিনেমায় আর এক অভিনেতা শাহিদ কাপুর বললেন, ‘রণবীর আলাউদ্দিন খিলজির চরিত্রে ভাল অভিনয় করেছে একথা আমিও মানছি। কিন্তু ওই চরিত্রটা যদি সঞ্জয় স্যার আমাকে দিতেন, তবে আমি আরও ভাল অভিনয় করতে পারতাম।’
বহুদিন আগে রণবীর তাঁর ক্যারিয়ারের গোড়ার দিকে একবার বলেছিলেন, ‘কামিনে’-তে শাহিদ যে চরিত্রটা করেছে, আমার মনে হয় ওটা আমি পর্দায় আরও ভালভাবে ফুটিয়ে তুলতে পারতাম।’ অনেকেই মনে করছেন সেই কথার প্রেক্ষিতেই শাহিদ এরকম একটা বিতর্কিত মন্তব্য করেছেন। তবে কিছুদিন আগে শাহিদ বলেছিলেন, শুটিং চলাকালীন নিজেকে যেন বহিরাগত মনে হত তাঁর। এমনকী স্ক্রিন স্পেস কম পাওয়া নিয়েও তাঁর আপত্তি ছিল।
এদিকে শাহিদ কাপুরের এরকম মন্তব্য রণবীরের কানে যাওয়া মাত্রই তিনি ক্ষমাপ্রার্থী হয়ে বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে আমি ভীষণ অহংকারী ছিলাম। তাই সম্ভবত কিছু না বুঝেই ওরকম একটা মন্তব্য করে ফেলেছিলাম। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি শাহিদ এরকম মন্তব্য করে থাকে, তবে আমি ওর কাছে ক্ষমাপ্রার্থী। ওকে কষ্ট দেওয়ার মনোভাব আমার কোনওদিনই ছিল না।’
আর তারপরই তিনি মজা করে বলেছেন, ‘আলাউদ্দিন খিলজির চরিত্রে শাহিদ হয়ত ভাল অভিনয়ই করত। কিন্তু ও ভুলে গিয়েছে প্রত্যেক অভিনেতার একটা আলাদা আলাদা বৈশিষ্ট আছে। আমি আমার মতো, আর ও ওর মতো। তাই এই বয়সে কারোর সঙ্গে কারোর তুলনা করাটা হাস্যকর ব্যাপার।’
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান