আইন না মানায় বন্ধ হয়ে গেছে বলিউডের স্বনামধন্য অভিনেতা ধর্মেন্দ্রর একটি রেস্তারাঁ। কাগজপত্রে গোঁজামিল ও নির্মাণে আইন ভঙ্গ করায় হি-ম্যান নামের রেস্তোরাঁটি শুক্রবার সিলগালা করে দিয়েছে হরিয়ানার কারনাল মিউনিসিপাল করপোরেশন। আজ রবিবার এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
হরিয়ানায় ন্যাশনাল হাইওয়েতে রেস্তোরাঁটির অবস্থান। ধর্মেন্দ্র তার রেস্তোরাঁ ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন দিল্লির ব্যবসায়ী প্রমোদ কুমারকে।
কারনাল শহরের ডেপুটি কমিশনার নিশান্ত যাদব বলেছেন, নোটিশ পাঠানোর পরও কর্তৃপক্ষ কোনো সাড়া না দেয়ায় তা সিলগালা করে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা