সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’। রবিবার ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড।
পরিচালক শাহীন সুমন জানান, ‘রবিবার ‘পাগলের মতো ভালোবাসি’ দেখার পর সেন্সর বোর্ড ছবিটি মুক্তির অনুমতিপত্র দিয়েছে। ঈদের আগে মুক্তির কোনো তারিখ খালি নেই। তাই আমরা ঈদুল ফিতরের পর ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।
‘পাগলের মতো ভালোবাসি’ ছবির গল্প ত্রিভুজ প্রেমের। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, সুমিত সেনগুপ্ত এবং চিত্রনায়িকা অধরা খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন সাদেক বাচ্চু ও জয় রাজ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা