১৬ জুলাই, ২০২০ ০৮:৫১

সুযোগবঞ্চিত শিল্পীদের মৌলিক গান প্রচার করবে রেডিও ক্যাপিটাল

অনলাইন ডেস্ক

সুযোগবঞ্চিত শিল্পীদের মৌলিক গান প্রচার করবে রেডিও ক্যাপিটাল

'ভয়েস অব ক্যাপিটাল' অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবান শিল্পীদের মৌলিক গান প্রচার করার উদ্যোগ নিয়েছেন রেডিও ক্যাপিটাল। প্রতিভা আছে কিন্তু সুযোগ নেই, এমন শিল্পীদের গান কম্পোজ করে প্রকাশ করবে রেডিও ক্যাপিটাল এবং মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভয়েস অব ক্যাপিটাল অনুষ্ঠানের প্রযোজক রফিকুল ইসলাম ফরহাদ বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো গানের প্রতিভা। অনেকের প্রতিভা থাকলেই তা সবসময় বিকশিত হয় না এবং সব প্রতিভারই নিজস্বতা থাকে না বিভিন্ন কারণে। আমাদের লক্ষ্য হচ্ছে, এসব গানের প্রতিভাকে সামনে নিয়ে এসে বাংলা গানকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়া। মৌলিক গানই আমাদের শিকড় আর এই শিকড়কে গাছ হিসেবে পরিপূর্ণ করতে চাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। 

তিনি আরও বলেন, ভয়েস অব ক্যাপিটাল ও ক্যাপিটাল এফ এম ৯৪.৮ একটি রেকর্ড লেভেল হিসেবে কাজ করবে। যেখানে প্রকাশিত হবে সকল সুবিধাবঞ্চিত শিল্পীদের মৌলিক গান। যার সংগীত আয়োজন, মিউজিক ভিডিওসহ যাবতীয় সকল আয়োজন করবে ভয়েস অব ক্যাপিটাল টিম। গান পাঠানো এবং বিস্তারিত জানতে ভিজিট করুন এই পেজে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর