১৮ মে, ২০২১ ১২:৫৬

ঈদের ৬ষ্ঠ দিনে বৈশাখী টিভি'র বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক

ঈদের ৬ষ্ঠ দিনে বৈশাখী টিভি'র বিশেষ আয়োজন

চিত্রনায়িকা তানহা তাসনিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন বৈশাখী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঈদের ৬ষ্ঠ দিন বুধবার (১৯ মে) থাকছে একক নাটক- প্রথম সন্তান (প্রচার সময় রাত ৮:১০ মিনিট)। অভিনয়ে- অবিদ রেহান, মিলন ভট্ট, নরেশ ভূঁইয়া, ইমতু রাতিশ প্রমুখ। গল্প- টিপু আলম মিলন, চিত্রনাট্যে- মনিরুজ্জামান মনি, পরিচালনা-অনন্য ইমন।

এছাড়াও থাকছে- 

ধারাবাহিক নাটক- সৌদি জামাই বিদায় রজনী (৬ষ্ঠ পর্ব), প্রচার সময় সন্ধ্যা ৬:২০ মিনিট। অভিনয়ে- মীর সাব্বির, নাদিয়া আহমেদ,তারিক স্বপন, আব্দুল্লাহ রানা, শিরিন আলম, ফারজানা রিক্তা, রাইসা রিয়া,  হান্নান শেলী, শামীম প্রমুখ। রচনা- সাজ্জাদ স্বপন, পরিচালনা- ফজলুল হক।

ধারাবাহিক নাটক: আমার বউ সেলিব্রিটি (৬ষ্ঠ পর্ব), প্রচার সময় রাত ৭:৩০ মিনিট। অভিনয়ে- সিমলা, হাসান জাহাঙ্গীর, নিথর মাহবুব, ড্যানিরাজ, অনন্যা অনু প্রমুখ। রচনা ও পরিচালনা- হাসান জাহাঙ্গীর।

ধারাবাহিক নাটক: বুড়া জামাই-২ (৬ষ্ঠ পর্ব), প্রচার সময় রাত ৯:২০ মিনিট। অভিনয়ে- জাহিদ হাসান, মীম মানতাশা, আরফান, সাজু খাদেম প্রমুখ। গল্প- টিপু আলম মিলন, চিত্রনাট্য- জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা-হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেল।

ধারাবাহিক নাটক: শিয়াল বাড়ি-২ (৬ষ্ঠ পর্ব), প্রচার সময় রাত ১০:৩০ মিনিট। অভিনয়ে- মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত, আমিরুল হক চৌধুরী, আরফান, মিলন ভট্ট প্রমুখ। গল্প- টিপু আলম মিলন, চিত্রনাট্যে- আহসান আলমগীর, পরিচালনা- আল হাজেন।

ধারাবাহিক নাটক: সুন্দরী বাঈদানী-২ (৬ষ্ঠ পর্ব), প্রচার সময়  রাত ১১:০৫ মিনিট। অভিনয়ে- ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক হাসান, জামিল,রাশেদ মামুন অপু,বড়দা মিঠু,কাজী উজ্জল প্রমুখ। গল্প- টিপু আলম মিলন, চিত্রনাট্য- জাকির হোসেন উজ্জল, পরিচালনা- ফরিদুল হাসান।

ঈদের বিশেষ সংগীতানুষ্ঠান-

গানে গানে ঈদ আনন্দ, প্রচার সময় সকাল ১১:০৫ মিনিট, প্রযোজনা- লিটু সোলায়মান, গান গাইবেন- কণ্ঠশিল্পী মুহিন ও প্রিয়াংকা বিশ্বাস, উপস্থাপনা- আফরিন অথৈ

শুধু সিনেমার গান, প্রচার সময় দুপুর ১:০০ মিনিট, বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান, প্রযোজনা-শাহ্ আলম, উপস্থাপনা- চিত্রনায়িকা তানহা তাসনিয়া

ঈদের বিশেষ বাংলা সিনেমা-

দুপুর ২: ২০ মিনিটে বাংলা সিনেমা: মন বসে না পড়ার টেবিলে, অভিনয়ে- রিয়াজ, শাবনূর, এটিএম শামসুজ্জামান প্রমুখ, পরিচালনা- আবদুল মান্নান।

রাত ১১: ৩৫ মিনিটে বাংলা সিনেমা: সাত খুন মাফ, অভিনয়ে- শাকিব খান, নদী, আমিন খান, মনিকা, মিজু আহমেদ, আফজাল শরীফ, হাসান জাহাঙ্গীর প্রমুখ, পরিচালনা:সাফি ইকবাল।

 

বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর