বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ছিলেন নিঃসন্তান। তার ও তার স্ত্রী সায়রা বানুরও স্বপ্ন ছিল সন্তানের। কিন্তু হয়নি সেই স্বপ্নপূরণ। হলে কেমন দেখতে হত তাকে? ২০১৭-র এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী জানিয়েছিলেন, ‘‘আমার আর দিলীপ কুমারের ছেলে হলে তাকে শাহরুখ খানের মতো দেখতে হত!’’
হেমা মালিনী পরিচালিত ‘দিল আশনা হ্যায়’ ছবির মহরত অনুষ্ঠানে শাহরুখকে প্রথম দেখেছিলেন সায়রা। শাহরুখের পাশে ছবির জুটি হিসেবে উপস্থিত ছিলেন দিব্যা ভারতীও। সায়রা দেখেই চমকে গিয়েছিলেন। কী করে হুবহু এক রকম দেখতে হয় দু’জন মানুষকে? মুখের গড়ন, চুলের ছাঁদে শাহরুখ যেন দিলীপ কুমারের ছায়া! সে দিন নাকি নিজেকে সামলাতে পারেননি সায়রা। আলাপের পরেই স্নেহের স্পর্শ হিসেবে হাত বুলিয়ে দিয়েছিলেন শাহরুখের মাথায়। আর সে দিন থেকেই শাহরুখ খান দিলীপ-সায়রার ‘পাতানো ছেলে’।
বুধবার বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পরে সায়রা বানুর সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। সাদা টিশার্ট ও জিন্স পরে দিলীপের বাড়ির বাইরে দেখা যায় তাকে। শাহরুখের কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন সায়রা।
বিডি প্রতিদিন/ফারজানা