১৬ অক্টোবর, ২০১৯ ১৬:৫৪
একাত্তর টিভির প্রতিবেদন

গানপাগল এক রিকশাচালকের গানের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

গানপাগল এক রিকশাচালকের গানের ভিডিও ভাইরাল

মিঠুন আলী (সংগৃহীত ছবি)

পেশায় রিকশাচালক। কিন্তু নেশা তার গান গাওয়া। খালি গলায় কিংবা বাদ্যযন্ত্রের সাথে গাইতে পারেন গান। তিনি গাইতে পারেন লালনগীতি থেকে শুরু করে এই প্রজন্মের যে কোন শিল্পীর গান। বলছিলাম গানপাগল মিঠুন আলীর কথা।

মিঠুন আলীর বাড়ি কুষ্টিয়া। ১৪ বছর হলো তিনি ঢাকায় এসেছেন। জীবিকার তাগিদে ধরেছেন রিকশার প্যাডেল। অবসর পেলেই অন্য রিকশাচালকদের গান শুনিয়ে আনন্দ পান মিঠুন আলী। গ্রামে অন্যের জমিতে কাজ করতেন মিঠুন। সেখানেও তিনি অন্যদের গান গেয়ে শুনাতেন। 

অন্যকে গান শুনানোর ব্যাপারে মিঠুন বলেন, মনের সুখে গান গায়। আশপাশের কেউ যখন গান শুনে বাহবা দেয় তখন আমার মনে আনন্দ লাগে। 

মাঝে মাঝে মিঠুন চলে যান ধানমণ্ডির ৭নং সড়কে। সেখানে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাজানো গিটারের সঙ্গে কণ্ঠ মেলান তিনি। মিঠুন স্বপ্ন দেখেন সুযোগ পেলে শিল্পী হওয়ার। আর জীবনের শেষ দিন পর্যন্ত এই গানকে আঁকড়ে ধরে থাকতে চান।

ভিডিওটি একাত্তর টিভির সৌজন্যে...

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর