যেখানে ‘মৃত্যুর’ ঘটনা থাকে সেখানে তো পুলিশকেই তদন্ত করতে দেয়া হয়। রেল দুর্ঘটনায় এতোগুলো মানুষের মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত হবে না কেন?
শুনেছি সরকার পাঁচ পাঁচটা তদন্ত কমিটি গঠন করেছে। একটি বাদে সম্ভবত সবকটিই রেলওয়ের নিজস্ব তদন্ত কমিটি। রেলওয়ের লোক তদন্ত করে রেলের ঘাফিলতি পায়!
এনিওয়ে, পাঁচটা তদন্ত কমিটি যেহেতু হয়েছে, আরও একটা হউক না। পুলিশের একটা তদন্তও হউক। তারা তাদের মতো করে ঘটনা দুর্ঘটনাটা দেখুক।
লেখক: সম্পাদক ও প্রকাশক, নতুন দেশ ডটকম
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                        