২০১৬ সালের সেপ্টেম্বরে কিংবা ২০১৭ ও হতে পারে। নিউ ইয়র্কে নেত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে দর্শকসারির প্রথম লাইনে, ছবিতে আমি যেখানে বসে আছি, এই সিটে তিনি খালি পেয়ে বসে গিয়েছিলেন। আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, এসে দেখি তিনি বসে পড়েছেন।
আমি উনাকে বললাম আপনি অন্য কোথাও বসেন, এটা আমার সিট ছিল। তিনি উঠে গিয়ে কয়েকজনের পর একটি খালি চেয়ারে বসলেন।
তখন শিল্পী শুভ্রদেব আমাকে বললেন, আপনি যাকে তুলে দিলেন তিনি শেখ মনি সাহেবের ছেলে পরশ, আপনি কি তা জানেন? আমি তাড়াতাড়ি উঠে গিয়ে উনাকে 'সরি' বললাম, আমার সিটে বসার জন্য অনুরোধ করলাম।
তিনি বললেন, সরি হওয়ার কিছু নেই। আমি বুঝেছি, আপনি আমাকে চিনেন নাই, তাছাড়া ওটাতে আপনি আগে বসেছিলেন ।
আমি উনাকে আমার সিটে বসতে বললাম তিনি বললেন, এ সিটে আমার কোন অসুবিধে হচ্ছে না, আপনি ওখানে বসুন।
আমার কাছে মনে হয়েছে তিনি একজন ভদ্র এবং বিনয়ী মানুষ এবং যথেষ্ট শিক্ষিত মানুষ বলেই তিনি সিট ছেড়ে দিয়েছিলেন। বলেননি যে আপনি আমাকে চিনেন? আমি শেখ পরশ!
আমার কাছে মনে হচ্ছে এ মানুষটি সংগঠনে নিয়মশৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন এবং যুবলীগকে তিনি একটি আধুনিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন...
যুবলীগের নবনিযুক্ত সভাপতি শেখ ফজলে শামস পরশ সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, উনার জন্য শুভ কামনা...
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        