৬ জুন, ২০২০ ০২:৪৫

'এইটা হইলো গিয়া একটা... জ্ঞানের কথা!'

মেহের আফরোজ শাওন

'এইটা হইলো গিয়া একটা... জ্ঞানের কথা!'

মেহের আফরোজ শাওন

পুত্রদের নিয়ে একটা ছবি দেখছিলাম ক’দিন আগে- ‘The Boy Who Harnessed the Wind’...

বড়পুত্রই ছবিটা বের করলো। এসব বিষয়ে তিনি খুব করিতকর্মা। কোন সিনেমা কোন বই অবলম্বনে হয়েছে, সে ছবির বক্সঅফিসের কি অবস্থা, উল্লেখযোগ্য কোন কোন পুরস্কার পেয়েছে- প্রায় সব তার নখদর্পনে।

যতক্ষণ ছবি চলছে, ততক্ষণ পাশ থেকে চলে তার রানিং কমেন্ট্রি!
‘মা, এটা কিন্তু বেজড অন ট্রু ইভেন্ট!’

‘মা কাকোয়াম্বা (চরিত্রের নাম) না আমার সমান, ওরও ১৩ বছর!’
‘মালাউই (Malawi) তো আমাদের চেয়েও অনেক গরিব দেশ বুঝছো!’
উনার বকবক শুনতে শুনতে ছবি শেষ হলো।

আমি বললাম “কাছাকাছি রকম একটা ঘটনা নিয়ে তোমার বাবা ২৯ বছর আগে একটা ছবি বানিয়েছে- ‘জননী’... দেখবে?”

কাল তাদের নিয়ে বসলাম ‘জননী’ দেখতে।
বড়পুত্র নিষাদ তো মা’এর ছোট্টবেলা দেখে চক্ষু চড়কগাছ! মাতার বয়স তখন ১০ ছিল শুনে সে কি খিলখিল হাসি তার!

নিনিত হুমায়ূন সাহেবও বেশ মজা পেলেন। বদরুল চরিত্রে নূর চাচার সাথে সাথে ২/৩ বার “এইটা হইলো গিয়া জ্ঞানের কথা” বলে গলা মেলালেন। তারপর গল্পে গল্পে আচমকা আমাকে যে প্রশ্ন করলেন তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না।

নিনিত: এই ছবিটা তো বাবা বানিয়েছে তাই না মা?
আমি: এই ছবিটার স্ক্রিপ্ট তোমার বাবা লিখেছে, বানিয়েছে তার একজন বন্ধু- নওয়াজীশ আলী খান। উনি খুউব ভালো ডিরেক্টর।
নিনিত: বাবা তো তোমাদের শ্যুটিং লোকেশনে ছিল?
আমি: হুম ছিল।
নিনিত: তোমার কি 10 years বয়সে বাবার সাথে বিয়ে হয়েছিলো!

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর