ওয়াহিদা খানমের উপর হামলার পর বোঝা গেল, উপজেলা পর্যায়ে যে সকল প্রথম শ্রেণির কমর্চারী নিযুক্ত আছেন, তাদের নিরাপত্তা ও আবাসিক ভবনের কত সংকট? একটা বা দু’টো ভবন দুই ইউনিটের তৈরি করলেই তো সংকট সমাধান হতে পারে যারা ওখানে কর্মরত আছেন। এমনকি অন্যান্য কর্মচারী যারা ভাড়া বাড়িতে থাকেন, তাদের জন্যও আবাসিক ভবন নির্মাণ করলেওতো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটা এড়িয়ে যাওয়া সম্ভব।
কারণ ভবনে বসবাসের সুযোগ মানেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে, থাকবে নিরাপত্তা কর্মী। কারো কাছে যেতে হলে অবশ্যই এন্ট্রি করে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ খোলা থাকে না। বিষয়টি ভেবে দেখার সময় এসেছে। এত ভালো অর্জনের মধ্যে কতিপয় অনাকাঙ্খিত ঘটনা অদূর ভবিষ্যতে আর না ঘটুক, এমন ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ একান্তই জরুরি। একজন ইউএনও এর জন্য শুধু আনসার দিলেই বাকী অফিসারদের নিরাপত্তা দেবে কে? এ জন্য অন্যান্য অফিসার যেমন সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাচন অফিসার, ইঞ্জিনিয়ার, মহিলা কর্মকর্তা, মৎস অফিসার ও ডাক্তারসহ যারা কর্মরত আছেন তাদেরকে একটা যায়গায় বসবাসের সুযোগ দিলে, আনসার বা নিরাপত্তা কর্মী কম লাগবে। শুরু হোক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        