বাংলাদেশ সুপ্রিমকোর্টের সদ্য অবসরে যাওয়া বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে আবারও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে সেখানকার বেথনাল গ্রিনের ইয়র্ক হল এলাকায় কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। এর আগে, ২০১২ সালের ২৭ জুন লন্ডনে অজ্ঞাতপরিচয় দুই বাঙালি তরুণ তার ওপর হামলা চালিয়েছিল। এবার হামলার সময় বিচারপতির মেয়ে তার সঙ্গে ছিলেন। মেয়ের ধারণা, ‘বিএনপির লোকেরাই’ তার বাবার ওপর এ হামলা চালিয়েছে। এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী গত সেপ্টেম্বরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে অবসরে যান।
হামলার ঘটনার পর ফেসবুকে ঘটনার বিবরণ তুলে ধরেন শামসুদ্দিন চৌধুরীর মেয়ে। তিনি ফেসবুকে লিখেছেন, হিথ্রো বিমানবন্দরে নেমে বাসায় যাওয়ার আগে বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গাপূজার একটি মণ্ডপে যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। ইয়র্ক হল থেকে বেরিয়ে তারা গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন। তিনি লিখেছেন, হঠাৎ একজন তার বাবার কাছে এসে জানতে চায় তিনি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক কি না। জবাব না দিলে এরপর সেই ব্যক্তি বিচারপতিকে মারধর শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকজন এসে হামলাকারীর সঙ্গে যোগ দেয়। এ সময় তারা বিচারপতি শামসুদ্দিনের মোবাইল ফোন কেড়ে নেয়। তার মেয়ে ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের লাথি আর ঘুষিতে এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী রাস্তায় পড়ে যান। প্রায় ৩০ সেকেন্ড ধরে তারা দুজন সাহায্যের জন্য চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করলেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করতে পারেনি। তাৎক্ষণিক হামলাকারীদের পরিচয় জানা না গেলেও বিচারপতি শামসুদ্দিনের মেয়ে ফেসবুকে লিখেছেন, এই গাট্টাগোট্টা বখাটেরা আমার বাবাকে চেনে না। কোনো সন্দেহ নেই, বিএনপির সন্ত্রাসী বাহিনীর নির্দেশনা পেয়েই তারা এসেছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        