মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা
বিশেষজ্ঞরা যা বললেন

বিকেন্দ্রীকরণ জরুরি

-ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিকেন্দ্রীকরণ জরুরি

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জেলা-উপজেলার হাসপাতালগুলো স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। চিকিৎসকদের জরুরি সেবার বিষয়ে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সামগ্রী জোগান দিতে হবে। জেলাগুলোতে পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তুলে সেবার বিকেন্দ্রীকরণ করলে সারা দেশের রোগীর চিকিৎসার জন্য ঢাকায় লাইনে দাঁড়াতে হতো না। তিনি আরও বলেন, বাংলাদেশের সেবার মানে ঘাটতি নেই। ঘাটতি রয়েছে আস্থায় এবং ব্যবস্থাপনায়। দেশের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে ভুল আছে। উচ্চবিত্তরা এখন শুধু চেকআপের জন্যও বিদেশে পাড়ি জমান। টাকা খরচের জায়গা হয়ে দাঁড়িয়েছে এ চিকিৎসা খাত। বিশেষায়িত হাসপাতালগুলোর সংখ্যা প্রয়োজনে বাড়াতে হবে। উপজেলার হাসপাতালে খোঁজ নিলে দেখা যায় সেখানে শয্যা ফাঁকা আছে। এ রোগীরাই ভিড় করছে ঢাকার হাসপাতালে। এ জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর