রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় জাতীয় পার্টির দফায় দফায় সংঘর্ষ

সাবেক এমপিসহ আহত ১০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জাতীয় পার্টির সাংগঠনিক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল কুমিল্লা টাউন হল মিলনায়তনে সংঘর্ষ শুরু হয়ে তা পরবর্তীতে সার্কিট হাউস পর্যন্ত গড়ায়। এ ঘটনায় সাবেক এমপি আমির হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সূত্র জানায়, গতকাল দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগরের সাংগঠনিক সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমির হোসেন মঞ্চে বক্তব্য দিতে গেলে দাউদকান্দির সাবেক এমপি প্রার্থী মাখন সরকার মাইক্রোফোন কেড়ে নেন। এতে করে মঞ্চের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে মাঠের মধ্যে আমির হোসেন ও মাখন সরকারের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টাউন হল মাঠ থেকে দুই কর্মীকে আটক করে। সভা শেষ করে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে আসে। সার্কিট হাউসে পুনরায় আমির হোসেন ও মাখন সরকারের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আমির হোসেন ও মাখন সরকার আহত হন। পুলিশ এ সময় মাখন সকারকে আটক করে। সবকটি ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি কেন্দ্রীয় নেতারা মীমাংসা করে দিয়েছেন। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, টাউন হল ও সার্কিট হাউসের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় পরবর্তীতে কেন্দ্রীয়  নেতাদের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ এমপি আগামী দিনে সব ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের একযোগে দলের জন্য কাজ করার আহ্বান জানান। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সিনিয়র সহসভাপতি ও বিরোধীদলীয় হুইপ অধ্যাপক রওশন আরা মান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহাবুবুর আলম সেলিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ খবর