বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

খালেদা জিয়ার জীবন রক্ষাই এখন মুখ্য

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার জীবন রক্ষাই এখন মুখ্য

অসুস্থ খালেদা জিয়ার জীবন রক্ষা করাই দলের মুখ্য বিষয় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের কাছে, জনগণের কাছে এখন মুখ্য বিষয়টা হচ্ছে, ম্যাডামের (খালেদা জিয়া) জীবনকে রক্ষা করা। কারণ এরা খুব সুপরিকল্পিতভাবে ম্যাডামকে হত্যার দিকে নিয়ে যাচ্ছে। আমরা তাঁকে মুক্ত করতে চাই, তাঁর জীবন বাঁচাতে চাই। তাঁকে সুস্থ করে জনগণের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রীকে মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করব।’ বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরের কাছে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তাঁর ছোট ভাইয়ের আবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা (প্যারোল) সম্পর্কে আমরা ঠিক বলতে পারব না। কারণ এটা আমরা করিনি। তাঁর পরিবার থেকে প্যারোলের আবেদন করা হয়েছে কিনা তাও আমাদের জানা নেই।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তাঁর (খালেদা জিয়া) মুক্তির জন্য আইনের সব বিষয় চেষ্টা করেছি। এখনো করে যাচ্ছি আইনগতভাবে। আপনাদের (গণমাধ্যম) মাধ্যমেও জানাচ্ছি, আমরা হোম মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। পার্লামেন্টেও জানানো হয়েছে। এখন পুরো বিষয়টাই সরকারের হাতে। বল এখন সরকারের কোর্টে।’ তিনি বলেন, ‘বেগম জিয়াকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে আটক করে রাখা হয়েছে। সুতরাং সিদ্ধান্তটা রাজনৈতিক হতে হবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে- দেশনেত্রীকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখবেন, না তাঁকে আপনারা সুস্থ পরিবেশ সৃষ্টি করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, পরিবেশ তৈরি করার জন্য মুক্তি দেবেন।’ এদিকে যৌথ সভায় সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার মুক্তি দাবিতে পূর্বঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আগামী শনিবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে মিছিল করবে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে। মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ঢাকা জেলার দেওয়ান মো. সালাউদ্দিন, খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জের এ টি এম কামাল, মামুন মাহমুদ, খন্দকার আবু জাফর, গাজীপুরের ছাইয়েদুল আলম বাবুল, মজিবুর রহমান, মানিকগঞ্জের এস এ জিন্নাহ কবির, টাঙ্গাইলের সাইদুল হক ছাদু, ফরহাদ রেজা, হান্নান মিয়া হান্নু, মুন্সীগঞ্জের কামরুজ্জামান রতন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর