মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারকে নতুন করে ভাবতে হবে

-ড. হোসেন জিল্লুর রহমান

সরকারকে নতুন করে ভাবতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল তার মধ্যে সবচেয়ে কম বিতরণ করা হয়েছে এসএমই ও কৃষি খাতে। অথচ অপ্রাতিষ্ঠানিক খাতের বাইরে এ দুটি খাতে সবচেয়ে বেশি   মানুষের কর্মসংস্থান। ফলে এ দুটি খাতে কেন কম ঋণ বিতরণ করা হলো, এর কারণটা খুঁজে বের করা দরকার। এ জন্য সরকারকে নতুন করে ভাবতে হবে। শুধু বরাদ্দ দিলেই হবে না। কার মাধ্যমে বিতরণ করা হচ্ছে, সুবিধা কারা পাচ্ছেন তাও দেখতে হবে। হোসেন জিল্লুর রহমান আরও বলেন, বড় বড় শিল্প খাতের মধ্যে রপ্তানি, আরএমজি ও অন্যান্য শিল্পের মধ্যে প্রণোদনার অর্থ প্রায় সঠিকভাবেই বিতরণ করা হয়েছে। আবার এটি ফেরত আসবে কীভাবে তা তো আগেই ঠিক করা আছে। কিন্তু এখন নতুন করে সংক্রমণ বাড়ছে আবার বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শুরু হয়েছে। ফলে এটি নিয়েও সরকার নতুন করে ভাবতে পারে। এখানে আরেকটা বিষয় হলো, দ্বিতীয় দফা সংক্রমণ কতটা ভয়াবহ হবে তা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। সরকার, রাষ্ট্র, জনগণ কেউই বুঝতে পারছে না। এমনকি দ্বিতীয় দফা সংক্রমণকে আমরাও একরকম পাত্তাই দিচ্ছি না। অনেকাংশে মনে করা হচ্ছে কভিড এ দেশে ছিল। এখন আর নেই। আর এলেও আমরা মোকাবিলা করতে সক্ষম হব। কিন্তু প্রথম দফায় তো আমাদের অসহায়ত্ব দেখেছি। অবশ্য সেটি আমরা ইতিমধ্যে ভুলেও গেছি। ফলে সামগ্রিক বিষয়ে সরকারের নতুন করে ভাবার সময় এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর