শিরোনাম
বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

মশা নিয়ে মানুষ অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক

মশা নিয়ে মানুষ অতিষ্ঠ

মশা নিয়ে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে রাজধানীর পান্থকুঞ্জে অবস্থিত এসটিএস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, মশা নিয়ে মানুষ অতিষ্ঠ। এ বিষয়ে বিভিন্ন ধরনের খবর প্রচার হচ্ছে। আমি নিজেও জানি মশার উৎপাত বেড়েছে। যদিও গত বছর যে পরিমাণ কিউলেক্স এবং অ্যানোফিলিস মশা ছিল এ বছর সেই তুলনায় কম। তবে এখনো যে পরিমাণ রয়েছে তাও সহনীয় নয়। তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। মেয়র সাহেবরা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এডিস মশার জন্ম হয় বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায়। আর ঝোপ-জঙ্গল, কচুরিপানায় অ্যানোফিলিস এবং কিউলেক্স মশার জন্ম হয়। কিউলেক্স মশা ৪ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত দূরে উড়ে যেতে পারে। এডিস মশা ১ কিলোমিটারের কম জায়গায় উড়তে পারে। ফলে আমরা খাল-বিল যখন সম্পূর্ণরূপে পরিষ্কার করতে সক্ষম হব, তখন আমরা এই মশা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব বলে বিশ্বাস করি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর