বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

বিরোধ সমাধানে বিকল্প ব্যবস্থা কাজে লাগাতে হবে

অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

বিরোধ সমাধানে বিকল্প ব্যবস্থা কাজে লাগাতে হবে

মামলার কারণে আটকে থাকা রাজস্ব আদায়ের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ টাকা উদ্ধারের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের স্বীকৃত ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা সেগুলোর দিকে নজর দিই না। এ বিশাল পরিমাণ রাজস্ব আদায়ে পৃথিবীস্বীকৃত বিকল্প ব্যবস্থাগুলো কাজে লাগাতে হবে।’ তিনি বলেন, মূলত আইনের সূত্র ধরেই কর পরিহার বা কর ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। আইনের দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জলিতা একটা কারণ। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা না করে ঝুলিয়ে রাখা হচ্ছে। তিনি বলেন, এ ছাড়া অনেক সুযোগ রয়েছে। সালিশি ব্যবস্থা এর মধ্যে একটি। সালিশির মাধ্যমেও এসব সমস্যা সমাধান করা যায়। তিনি বলেন, ‘আমাদের দেশে আরেকটা সমস্যা রয়ে গেছে। যিনি ভালো কর দেন তার কাছ থেকেই বেশি আদায় করা হয়। যিনি দেন না তাকে দিতেও হয় না বা তার কাছ থেকে আদায়ে তেমন কোনো উদ্যোগ নেই।’ রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এই যে রাষ্ট্রের বিশাল পরিমাণ অর্থ বছরের পর বছর আটকে আছে এ টাকা উদ্ধারই এ মুহুর্তে এনবিআরের সবচেয়ে অগ্রাধিকারের জায়গা হওয়া উচিত। আটকে থাকা রাজস্ব উদ্ধার করা না গেলে যত চেষ্টাই করেন না কেন অর্থনীতিকে গতিশীল করা সম্ভব নয়।

সর্বশেষ খবর