সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
সৌম্য-শামীমে রানের পাহাড় টপকে জয়

হ্যাটট্রিক ট্রফি টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক ট্রফি টাইগারদের

সৌম্য বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৬ রানের ইনিংস ছবি : সংগৃহীত

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হয় টেস্ট জয়ে। এরপর তামিম বাহিনী ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ দেয় ব্রেন্ডন টেলরের জিম্বাবুয়েকে। গতকাল তরুণ শামীম পাটোয়ারী বিধ্বংসী ব্যটিংয়ে ৫ উইকেটে জয় তুলে টি-২০ সিরিজও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ের আত্মতৃপ্তি নিয়ে বাংলাদেশ এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমৃুখি হবে। গতকাল হারারেতে জিম্বাবুয়েকে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে টাইগাররা। এর আগে কখনোই ১৯৪ রান তাড়া করে জিম্বাবুয়েকে হারাতে পারেনি টাইগাররা। টি-২০ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। টেস্ট জিতেছিল ১-০ এবং ওয়ানডে ৩-০ ব্যবধানে। টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২১৪ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের।

প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল মাহমুদুল্লাহ বাহিনী। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় ২৩ রানে। ফলে গতকালের তৃতীয় ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। অলিখিত ফাইনাল টাইগাররা জয় পায় রেকর্ড গড়ে। মাহমুদুল্লাহ বাহিনীকে জয় তুলে দেন সৌম্য সরকার, অধিনায়ক মাহমুদুল্লাহ ও তরুণ শামীম পাটোয়ারী। শেষ দিকে শামীমের ২০৬.৬৬ স্ট্রাইক রেটে ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ রেকর্ড জয় পায় ৪ বল হাতে রেখে। আগের ম্যাচে অভিষিক্ত শামীম ব্যাট হাতে আলো ছড়ালেও মূল ফোকাস টেনে নিয়েছিলেন অবিশ্বাস্য এক ক্যাচে। সৌম্য বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৬ রানের ইনিংস। ৪৯ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও একটি ছক্কা। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা সৌম্য সিরিজ সেরাও হয়েছেন। অধিনায়ক মাহমুদুল্লাহ ৩৪ রান করেন ৩৮ বলে এবং সাকিব ২৫ রান করেন ১৩ বলে। টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে। যা বাংলাদেশের বিপক্ষে টি-২০ ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোর। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন মাধিভিয়ার ৩৬ বলে ৬ চারে।

সর্বশেষ খবর