কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, তালেবানকে বয়কট করার পরিণামে বিভেদ-বিভক্তি বাড়বে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি আরও বলেন, রাজনীতিকে পাশে রেখে আফগানিস্তানকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তিনি আফগানিস্তানের পাশে কাতারের থাকার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন। কাতারের আমির বলেন, দোহায় অনুষ্ঠিত সমঝোতার ইতিবাচক ফলাফল দেখার জন্য যা যা করার প্রয়োজন, তার সবকিছু কাতার করে যাবে। এই প্রক্রিয়ায় যুক্ত সব পক্ষ সমঝোতার শর্ত মেনে চলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আফগানিস্তানের জনগণের মানবিক প্রয়োজন পূরণের পাশাপাশি মানবাধিকার রক্ষা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক সমাধানের মাধ্যমে দেশটিতে শান্তি-স্থিতিশীলতা আনার পক্ষে কাতারের দৃঢ় অবস্থানের কথা জাতিসংঘে দেওয়া বক্তৃতায় তুলে ধরেন তামিম বিন হামাদ। কাতারের আমির বলেন, ২০ বছরের চেষ্টা ও বিপুল অর্থ ব্যয়ের পরও আফগানিস্তানে বিপর্যয় ঘটেছে। দেশটিতে কোনো রাজনৈতিক কাঠামো দাঁড় করানো যায়নি। তাই এখন তালেবানদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন। তামিম বিন হামাদ আরও বলেন, তালেবানকে বয়কট করার পরিণামে বিভেদ-বিভক্তি বাড়বে। কেবল আলোচনাই ইতিবাচক ফল দিতে পারে বলে তিনি উল্লেখ করেন। কাতারের আমির তাঁর বক্তৃতায় সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, সিরিয়ায় বিস্তার ঘটা জঙ্গিবাদ মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। সিরিয়ার জনগণের দুর্দশাকে অবজ্ঞা না করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল