শিরোনাম
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়াকে ফের বিদেশ নিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়াকে ফের বিদেশ নিতে আবেদন

ভালো-মন্দের মধ্যেই ওঠানামা করছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। এ অবস্থায় সরকারের অনুমতি মিললেও তাঁকে বিদেশে নেওয়া সম্ভব হবে না। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সূত্র। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তাঁর পরিবার। বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার বৃহস্পতিবার এ আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়ার শরীর অত্যন্ত দুর্বল। সবদিক থেকে তাঁর স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ওঠানামা করছে সুগারের মাত্রা। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। এর মধ্যে কিডনির ক্রিয়েটিনের মাত্রা বেড়ে গেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক থাকায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। জানা যায়, বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার ভোরে তাঁকে হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। তাঁর শরীরের হিমোগ্লোবিন আশঙ্কাজনক মাত্রায় নেমে গিয়েছিল। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামকে সিসিইউতে রেখেই চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। একই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাঁকে দেখাশোনা করছে।’ তিনি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ম্যাডামের ছোট ভাই শামীম এস্কান্দার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চম আবেদন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে খালেদা জিয়ার জামিন ও অনুমতির জন্য সরকারের কাছে এ আবেদন করা হয়।

সর্বশেষ খবর