নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা হাতে লেখা বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার প্রদর্শন করেন। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। এতে রামপুরার আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবি গত ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া ছিল। কিন্তু দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। তাই আমরা আবার সড়কে। কর্মসূচির শুরুতে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের এক পাশে দাঁড়িয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন পোস্টার ছিল তাদের হাতে। কর্মসূচি শেষে নিরাপদ সড়কের দাবি জানিয়ে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। রামপুরা এলাকায় শিক্ষার্থীদের কর্মসূচির সমন্বয়কারী সোহাগী সামিয়া বলেন, আমরা আজ রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি পালন করেছি। আগামী সপ্তাহে আবার নতুন কর্মসূচি দেওয়া হবে।